স্বার্থপর পর গল্প ৫
GOLPO NOGOR
১ অক্টো, ২০২২
স্বার্থপর পর গল্প
-
পর্ব- ৫
-
তারপর মিথিলার সাথে ফোনে কথা বলতে বলে জিজ্ঞেস করলাম।
আমি-আচ্ছা তুমি কলেজ থেকে বাসায় আসার সময় যে ঘুমের ওষুধ নিলে এগুলো কি তুমি খাও?
মিথিলা-হুম আমি খাই।
আমি-কেনো ঘুমের ওষুধ খেতে হয় কেনো।
মিথিলা-ঘুম আসে না রাত হলে অনেক কষ্ট হয় জিহাদ কে মিস করি।
আমি-আচ্ছা কালকে থেকে ঘুমের ওষুধ খাবানা আর।
মিথিলা-আমার তো ঘুম আসেনা না খাইলে।
আমি-কথা বলবো আমরা যতক্ষণ না তোমার ঘুম আসে।
মিথিলা-আমার জন্য তুমি কেন কষ্ট করবে?
আমি-তোমার কি সমস্যা এইটা আমার ব্যাপার ওকে।
মিথিলা-আচ্ছা ঠিক আছে।
আমি-মিথিলা একটা কথা জিজ্ঞেস করবো?
মিথিলা-কি বলো।
আমি-আচ্ছা জিহাদের সাথে তোমার ব্রেকাপ কেন হয়ছে।
মিথিলা-জানো জিহাদ কে আমি অনেক বিশ্বাস করতাম,আর অনেক ভালোবাসি,এখনো ভুলতে পারতেছিনা,কিন্তু ও আমাকে ঠকাইছে।
আমি-কেনো কিভাবে ঠকাইছে?
মিথিলা-জিহাদের সাথে রিলেশন হচ্ছে ১ বছর ২ মাস আমি অনেক ঘুরতেও গেছি ওর সাথে অনেক ভালো মুহূর্ত কাটিয়েছি,এক কথায় আমরা দুজন দুজনের কাছে অনেক ফ্রী হয়ে গেছিলাম।
আমি-তারপর বলো কি হলো।
মিথিলা-তারপর ও আমার সাথে ফিজিক্যাল রিলেশন করতে চাই,আমি রাজি না হওয়ায় ও আমার সাথে আর কথা বলেনা।
আমার অনেক খারাপ লাগে।
আমি-আচ্ছা বাদ দাও আল্লাহ যা করে ভালোর জন্যই করে,আবার নতুন করে ভাবো,খারাপ মানুষের জন্য তোমার লাইফ কেনো খারাপ রাখবে।
মিথিলা-হুম।তুমি অনেক ভালো মানুষ তোমার সাথে বন্ধুত্ব হয়ে অনেক ভালো লাগছে।
আমি-মিথিলা একটা কথা বলি।
মিথিলা-কি বলো?
আমি-তোমাকে আমার দুই বছর আগে থেকেই ভালো লাগে।
মিথিলা-মানে কিভাবে।(অবাক হয়ে)
আমি-থাক বাদ দাও এখন রাত দুইটা বাজে কালকে তো সকালেই কলেজে যেতে হবে ঘুমাও।
মিথিলা-আচ্ছা তুমিও ঘুমাও।
আমি-আচ্ছা গুড নাইট আল্লাহ হাফেজ ।
মিথিলা-গুড নাইট আল্লাহ হাফেজ।
-
এভাবেই কিছুদিন চলে গেল আমাদের কলেজে যেতাম ক্লাস ফাকি দিয়ে আমি আর পরী গল্প করতাম ভালোই চলতে লাগল।
হঠাৎ একদিন আমার পরী টাকে কলেজের একটা ছেলে অনেক বাজে ভাবে ডিস্টার্ব করে।চেলেটার নাম শামিম।
শামিম-দেখ শাওন মালটা তো দেখতে অনেক সুন্দর।
মিথিলা-আপনারা এইসব কি বলেন ভালোভাবে কথা বলেন।
শামিম-কেনো তোমাকে তো ভালোই বললাম সেই জিনিস তুমি,নাম্বার টা দাও তো।
মিথিলা দোতলা থেকে নামতেছে দেখি ওর চোখে পানি আমি ক্যম্পাসে বসে ছিলাম ওর কাছে গেলাম।
আমি জিজ্ঞেস করলাম কি হয়েছে মিথিলা।
মিথিলা-আমি আর কালকে থেকে কলেজে আসবোনা।
আমি-অনেক রেগে গিয়ে বললাম কি হয়ছে বলো।
তারপর মিথিলা সব খুলে বললো।তারপর আমি সাগর আর শাকিল,মথিলাকে হাত ধরে টেনে ওপরে দোতলা তে নিয়ে গেলাম।দেখি ওই ছেলে শামিম দাঁড়িয়ে আছে।আমি বললাম কি বলছিলি এইবার বল।শামিম আমাকে বললো তোর সমস্যা কি আমি ওকে ঠাস করে একটা থাপ্পড় দিলাম হুম আমার সমস্যা কারন আমি ওকে ভালোবাসি হ্যা আমার সমস্যা কারন ও শুধু আমার ওর দিকে যে বাজে চোখে তাকাবে ওর চোখ তুলে নিবো।অনেক রাগে জোরে জোরে বলতেছি আর ওই ছেলে শামিম কে কয়েকটা ঘুসি দিয়ে ফেলি।তারপর সাগর আর শাকিল কে বলি ভালো করে শিক্ষা দিয়ে দে কোনদিন যেনো আমার পরীর দিকে না তাকায়।তারপর মিথিলাকে বললাম আসো (মিথিলা অবাক হয়ে তাকিয়ে আছে) আমার চোখ লাল হয়ে গেছে। বললাম বাসায় চলো মিথিলা চুপচাপ আমার সাথে বাসায় চলে আসলো কেও আর কোন কথা বলিনি।
পরে শুনি কলেজে অনেক প্রব্লেম হয়ছিল বাট সাগর আর সাকিল মেনেজ করে নিয়েছে।
-
এর মধ্যে আমি আর মিথিলার সাথে কোন যোগাযগ করিনি।রাত ৯ টা বাজে মিথিলা মেসেজ দেয়।
মিথিলা-আচ্ছা আমার জন্য তুমি এতো ঝামেলায় না জড়ালে ভালো হতোনা।
আমি-হুম ভুল হয়ে গেছে আমার মাফ করে দিবেন বাই ভালো লাগছেনা।
মিথিলা-তোমার এতো রাগ জানতাম না আর এখনো রেগে আছো।
আমি-জানিনা তবে ভালো লাগছেনা।
মিথিলা-আচ্ছা তখন তুমি ওই ছেলেকে মারতে ছিলে আর যা বলতেছিলে সত্যি?
আমি-মনে মনে ভাবলাম আজকে সব বলে দিবো আর দেরি করা যাবেনা।তারপর বললাম যদি বলি সত্যি তাহলে কি হবে।
মিথিলা-কিন্তু আমাকে তুমি কবে আবার ভালোবাসলে কিছু বুঝলাম না কই আমি তো জানিনা।
আমি-২ বছর আগে থেকে।
মিথিলা-মানে?
আমি-দুই বছর আগে থেকেই ভালোবাসি কিন্তু বলতে পারিনি।
মিথিলা-আচ্ছা কিন্তু কিভাবে আমিতো তোমাকে চিনতামি না।
আমি-তোমাকে ফাস্ট দেখি তুমি যখন ক্লাস এইটে পড়ো পরিক্ষার আগে বাসায় গেছিলাম আর একদিন সকালে সোহাগ এর সাথে তোমাদের স্কুলের ওইদিকে যাচ্ছিলাম তুমি কোচিং থেকে বের হতেই তোমাকে দেখছিলাম সেইদিন থেকেই তোমাকে ভালোলাগে।
মিথিলা-তাহলে বলোনি কেনো?
আমি-যখন বলবো ভাবছি তখন শুনি তুমি রিলেশন করো তাই বলা হয়নি।
মিথিলা-ও আচ্ছা কিন্তু এখন আমি আর রিলেশন করবো না।
-
আমি হতাশ হয়ে গেলাম আমার তো পরী টাকে লাগবেই।
তারপর মিথিলাকে বললাম।
আমি-মিথিলা আমি তোমাকে অনেক ভালোবাসি,তোমাকে ছাড়া কাওকে ভালোলাগে না,তুমি ছাড়া কাওকে ভাবতে পারিনা আমার স্বপ্ন মাঝে শুধুই তুমি।তোমাকে আমি সারাজীবন এর জন্য চাই।
মিথিলা-দেখো জয় তুমি আমার থেকে ভালো কাওকে পাবা।
আমি-ভালো কাওকে লাগবেনা তোমাকেই লাগবে।যদি লাগতো এতদিন অপেক্ষা করতাম না।
মিথিলা-আমি ভেবে দেখবো। এখন ঘুমাও আর কালকে তো কলেজ বন্ধ আছে কাজ করবো বাসায় তারাতাড়ি ঘুমাতে হবে।
আমি-তো আমার এন্সার কবে পাচ্ছি?
মিথিলা-কয়েকদিন ভেবে দেখি।
আমি-না অনেক অপেক্ষা করছি কালকেই আমাকে জানাবা।
মিথিলা-তুমি একটা পাগল আচ্ছা তোমার উত্তর কালকে রাতে পাবা।
আমি-ওকে পাগলি ঘুমাও।
মিথিলা-ওকে পাগল।
-
ঘুম আসতেছিল না আমার কি একটা টেনশনে পড়ে গেলাম পরী কি রাজি হবে নাকি না বলে দিবে আল্লাহ জানে কিযে হবে।
তারপর অনেক কষ্টে ঘুমালাম। সকালে ঘুম থেকে উঠে গেলাম টেনশনে খাইতেও ইচ্ছা করছেনা।শুক্রবার গোসল করলাম রেডি হয়ে মসজিদে চলে গেলাম নামাজ পরতে।আল্লাহর কাছে তেমন কিছু চাইনি বাট আজকে অনেক বার মোনাজাতে পরীটাকে চাইছি।নামাজ শেষ করে বাসায় এসে ঘুমিয়ে গেলাম।
বিকেল ৫ টা আম্মুর ডাকে ঘুম ভেঙে গেল।
আম্মু-কিছু তো খাচ্ছিস না সকাল থেকে কি হয়ছে খেয়ে নে।
আমি-ভালোলাগছেনা পরে খেয়ে নিবো তুমি জাও এখন।
-
তারপর ফ্রেশ হয়ে বাসা থেকে বের হলাম ফ্রেন্ডদের সাথে আড্ডা দিলাম ৮ টার দিকে বাসায় চলে আসলাম।
পরী টাকে একটা মেসেজ দিলাম।
আসসালামু আলাইকুম কেমন আছো।
মিথিলা-ওয়ালাইকুম আসসালাম ভালো আছি।সারাদিন তো একবার ও খোজ নিলা না।
আমি-আসলে তুমি তো ভেবে দেখতে চাইছিলা তাই আর ডিস্টার্ব করিনি।
মিথিলা-আসলে জয় আমি সরি,,,,,,,,,,,,
-
চলবে,,,
-
আপনাদের যদি ভালোলেগে থাকে অবশ্যই জানাতে ভুলবেন না,যদি ভালো না ও লেগে থাকে জানাবেন প্লিজ,লাইক কমেন্ট দিয়ে সাথে থাকবেন।আপনাদের ভালোলাগার গুরুত্ব দিয়েই পরবর্তী পর্ব নিয়ে হাজির হবো।
-
ধন্যবাদ।