স্বার্থপর পরী গল্প ৯


স্বার্থপর পরী গল্প

পর্ব-৯

সকালে ঘুম থেকে উঠলাম।রেডি হয়ে কলেজে চলে গেলাম।আজকে দেখি মিথিলা কলেজে আসেনি।বুঝলামনা মিথিলা তো না আসলে বলতো।কি হয়ছে অসুস্থ নাকি কোন প্রব্লেম হয়েছে।তারপর মিথিলাকে মেসেজ দিলাম।মিথিলা বললো আজকে আম্মু যেতে নিষেধ করছে তো তাই যাইনি তুমি টেনশন করোনা।ওর সাথে কথা বলে ক্লাসে মনোযোগ দিলাম,শুধু প্রেম করলেই তো আর হবে না এইস,এস,সি ফাইনাল পরিক্ষা আর বেশিদিন নাই।আজকে সব ক্লাস করলাম মিস দিলাম না কোনোটাই।
-
সাগর-কিরে কাহিনি কি আজকে ক্লাস মিস দিচ্ছিস না এতো মনোযোগ তোকে তো ক্যাম্পাসে পাচ্ছিনা।
আমি-হুম মামা তুমি তো আরস নিয়া পরো তাই প্রেম করো সারাদিন কলেজে এসে।আমার মতো সাইন্স নিয়ে পরলে বুঝতা কেমন পেরা।প্রেম ও করতে হয় আবার পড়ালেখাও করতে হয়।
সাগর-তোর জি এফ আজকে আসেনাই কেনো।
আমি-কি জানি ওর আম্মু নাকি আজকে আসতে দেইনি বাসাতে নাকি আজকে অনেক কাজ।
সাগর-হুম আর একটা ক্লাস আছে করবোনা বাসায় জাবো তুই যাবি নাকি?
আমি-আরে না ক্লাস করবো এমনিতেও অনেক ফাকিবাজি করছি।তুই যা আমি ক্লাস শেষ করে জাবো।
তারপর ক্লাস করতে গেলাম, ক্লাস শেষ করে বাসায় চলে আসলাম।মিথিলাকে মেসেজ দিলাম কি করো।
মিথিলা-একটা প্রবলেম হয়ছে।
আমি-মানে কি হয়ছে বলো?
মিথিলা-এখন বলতে পারবোনা আমি তোমাকে রাতে সব বলব।পরে কথা হবে।
আমি-আচ্ছা ঠিক আছে।
-
ধুর আবার টেনশন ভাল্লাগেনা।এতো টেনশন করার সময় নাই রাতে খুব একটা ঘুম হয়নি ঘুমাতে হবে।তারপর খাবার খেয়ে ঘুমিয়ে পড়লাম।
৭ টা বেজে গেছে বুঝতেই পারিনি ঘুম থেকে উঠে দেখি মিথিলা ৫ বার ফোন দিছে আর ২ টা মেসেজ দিছে।
আমি মিথিলাকে ডাইরেক্টলি ফোন দিলাম।
-
মিথিলা-কোথায় ছিলা এতক্ষন কতবার ফোন দিছি।
আমি-আর বইলো না ঘুমাইছিলাম আম্মু ডাকেনি মাত্রই উঠলাম ঘুম থেকে।এখন বলো কি হয়ছে।
মিথিলা-জয় আমি তোমাকে কিছু সিরিয়াস প্রশ্ন করবো উত্তর দিবা।
আমি-তোমার সবকিছুতেই আমি সিরিয়াস কি হয়েছে আমার পরী টার বলো।
মিথিলা-আচ্ছা তুমি কি আমাকে সত্যিই ভালোবাসো?
আমি-হুম অনেক ভালোবাসি।
মিথিলা-আমাকে কি তুমি বিয়ে করবা।
আমি-হুম তোমাকেই চাই আমার লাইফে অলটাইম।
মিথিলা-আজকে আমাকে দেখতে আসছিল তাই আম্মু কলেজে যেতে দেইনি।
আমি-মানে তোমায় কি এখন বিয়ে দিয়ে দিবে?
মিথিলা-হুম।
আমি-কোন বিয়ে হবেনা তোমার আর যদি হয় তাহলে আমার সাথেই হবে।
মিথিলা-তুমি আমাকে বিয়ে করবা বাট তুমি তো কিছু করোনা আমার ফ্যামিলি থেকে মানবে না।
আমি-আরে পাগলী কিছু করিনা তো কি হয়ছে করবো।
মিথিলা-কি করবা হুট করে তুমি।
আমি-ব্যবসা করবো কোনো একটা।
মিথলা-তারাতারি করো নয়তো আমার অন্য কোথাও বিয়ে হয়ে যাবে।
আমি-টেনশন নিয়ো না সব ব্যবস্থা করতেছি।
মিথিলা-এতো ভালোবাসো কেন আমাকে।
আমি-পরী টাই তো আমার লাইফে ফাস্ট তো আর কাকে ভালোবাসবো।
মিথিলা-আমিও তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি।
আমি-তুমি শুধু আমারই বউ।
মিথিলা-হুম।আজকে আমি খেয়েই ঘুমিয়ে পড়বো অনেক খারাপ লাগছে ঘুমাতে হবে।
আমি-আচ্ছা সোনাপাখি তুমি ডিনার করে ঘুমাও।
তারপর মিথিলার সাথে কথা বলা শেষ করলাম।আম্মু খাইতে ডাকল।
আম্মু-কি হয়ছে খাচ্ছিস না কেনো।
আমি-আম্মু আমি ব্যবসা করবো আর কয়েক দিনের মধ্যেই।
আব্বু-তুই কিসের ব্যবসা করবি এখন।
আম্মু-তোর কয়েকদিন পর পরীক্ষা ভালো করে পড়ালেখা কর।
আমি-না আমি ব্যবসা করবো পাশাপাশি পড়ালেখা করবো।
আব্বু-আচ্ছা তুই যেইটা ভালো মনে করিস কর।
আম্মু-ব্যবসা ঠিকমতো করবি তো।
আমি-হুম তোমরা টাকার ব্যবস্থা করো।
আব্বু-আচ্ছা।
আম্মু-ভালো করে ভেবে দেখ।
আমি-হুম ভেবেই বলছি।
-
তারপর খাবার শেষ করে রুমে চলে আসলাম।জাক আব্বু আম্মু রাজি হলো এইবার আর কোন প্রব্লেম হবেনা।মিথিলার আপু আমাদের ব্যপারটা জানেন তার সাথে শেয়ার করি আপাতত আমি এইদিকে সামলাতে পারবো আর আপু মেনেজ করে ফেলবে।তারপর মিথিলার আপুকে ফোন দিয়ে সব কিছু খুলে বললাম উনিও প্রেম করে বিয়ে করছেন তো তাই আমাদের ফুল ভাবে সাপোর্ট করে।আর সবকিছু শুনে উনি বললেন আমি সব মেনেজ করে নিবো তুমি টেনশন কইরো না।ও হ্যা মিথিলার আগের বয়ফ্রেন্ড জিহাদ কে কেন যেন আপু দেখতে পারত না আমাকে অনেক পছন্দ করেন আপু তাই আর কোন প্রব্লেম হলো না।রাত টা সব কিছু ভেবেই পার করে দিলাম যে কিভাবে কি শুরু করবো।মাথায় চিন্তা একটাই যেভাবেই হোক মিথিলাকে আমার বিয়ে করতেই হবে।আমার ওকে চাই চাই।মাথায় কোন কিছু কাজ করতে ছিল না ঘুমিয়ে পড়লাম অনেক রাত হয়ে গেছে।তারপর,,,,,,,,
-
চলবে,,,,
-
আপনাদের যদি ভালোলেগে থাকে অবশ্যই জানাতে ভুলবেন না,যদি ভালো না ও লেগে থাকে জানাবেন প্লিজ,লাইক কমেন্ট দিয়ে সাথে থাকবেন।আপনাদের ভালোলাগার গুরুত্ব দিয়েই পরবর্তী পর্ব নিয়ে হাজির হবো।
-
ধন্যবাদ।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url