স্বার্থপর পরী গল্প ৩


স্বার্থপর পরী  গল্প

পর্ব-৩
-
একদিন কলেজে ইংরেজি ক্লাস করে দোতলা থেকে নামতেই সিড়িতে দেখি আর যা দেখলাম মোটেও প্রস্তুত ছিলামনা।দেখি আমার পরী মানে মিথিলা সিড়ি দিয়ে উপরে উঠতেছে।আমি দেখে অবাক।
সাগর-কিরে নামবি নাকি।এখানে দারায় গেলি কেনো।
আমি-এমনিতেই চল।মনে মনে তো আমি মহাখুশি কতদিন পর দেখলাম পরী টাকে তারপর আবার আমাদের কলেজেই পরে।
আম্মু অসুস্থ থাকার কারনে বাসায় চলে আসি আজকে আর দেখা হয়নি।
পরীটার খোজ খবর নেওয়া হয়নি অনেকদিন।সোহাগ কে কল দিলাম,সোহাগের কাছে কল দেওয়ার কারন হলো সোহাগের গার্লফ্রেন্ড নুসরাত হলো মিথিলার বেস্টফ্রেন্ড।
-
আমি-হ্যালো তোর জি,এফ আমাদের কলেজে ভর্তি হয়ছে কেনো?
সোহাগ-নুসরাত আমাদের কলেজে চান্স পায়নি তো তাই।
আমি-অনেকদিন পর পরিটাকে দেখলাম একটু খোজ খবর নে তো নুসরাত এর কাছে থেকে।
সোহাগ-আচ্ছা ঠিক আছে।
-
তারপর সোহাগ নুসরাত এর কাছে কল দিল।
-
সোহাগ-কেমন আছো সোনা পাখি?
নুসরাত-রাখ তোর সোনা পাখি তোদের কলেজে ভর্তি হতে পারলাম না তুই তো মেয়েদের সাথে অনেক ঢং করছ আমি শুনছি,আবার আমাকে আমাদের কলেজের ছেলেরা অনেক ডিস্টার্ব করে।
সোহাগ-আমি শুধু তোমাকেই ভালোবাসি তুমি ছাড়া আর কেও নাই প্রমিজ রাগ কইরো না জান।
নুসরাত-সরি বাবু কি বলবা বলো।
সোহাগ-আচ্ছা তোমার ফ্রেন্ড মিথিলার কি অবস্থা?
নুসরাত-কেনো ওরে কি তোর ভাল্লাগে প্রেম করবি এখন সিংগেল আছে ব্রেকাপ হয়ছে কিছুদিন হলো অনেক কষ্ট পাইছে।
সোহাগ-তূই কি ভাবে ভাবলি আমি ওর সাথে প্রেম করবো তুই কি দেখতে খারাপ,ভালোনা,আমাকে কি কম ভালোবাসিস আমার তোকে হলেই চলবে।
নুসরাত-সরি বাবু আমি জানি তুমি আমাকে অনেক ভালোবাসো।
সোহাগ-আচ্ছা রাখছি পরে কথা হবে লাভ ইউ বাই।
-
কিছুক্ষণ পরে সোহাগ আমাকে ফোন দেয়।
-
সোহাগ-হ্যালো,তোর তো খুশির খব্র আছে।
আমি-কি তারাতারি বল?
সোহাগ-না আগে আমার একটা কথা শুনতে হবে তারপর বলছি।
আমি-আচ্ছা কি বল।
সোহাগ-নুসরাত কে তোদের কলেজের একটা ছেলে ডিস্টার্ব করে ছেলেটার ব্যবস্থা নিবি।
আমি-তুই বলছস মানে কাজ হয়ে গেছে। এখন মিথিলার কি খবর তাই বল?
সোহাগ-মিথিলার ব্রেকাপ হয়ছে কিছুদিন হলো অনেক কষ্ট পাইছে।তুই ট্রাই করে দেখ।
আমি-কিভাবে কি করবো তাই বল।
সোহাগ-মিথিলার নাম্বার আমার কাছে আছে।নুসরাত মাঝে মধ্যে কথা বলে আমি তোকে নাম্বার দিচ্ছি ০১৭......৭৮ এইটা।
আমি-আচ্ছা আমি কি করবো নাম্বার নিয়ে?
সোহাগ-নাম্বার নিয়া মরে যা তুই।
-
তারপর সোহাগ একটা আইডিয়া দিল।বাট আমার ফোন দেওয়ার সাহস নাই কিযে করি,কোনদিন এইভাবে কোন মেয়েকে ফোন দেইনি বা কথাও বলিনাই।পরে ভাবলাম একটা মেসেজ দেই দেখি রিপ্লাই করে কিনা।
তারপর আমি শুধু...আসসালামু আলাইকুম কেমন আছেন? টাইপ করে মেসেজ সেন্ড করলাম।
-
১ ঘন্টা পর মেসেজ আসল ফোনে।
-
আমিতো চোখ বন্ধ করে ফেলছি কাপতেছি,দুই বছর ধরে পরী টাকে ভালোবাসি সে যদি কথা না বলে ইগনোর করে কি রিপ্লাই করছে কে জানে।
বুকের মধ্যে অনেক সাহস নিয়ে ফোনের লক খুললাম তাকিয়ে তো আমি হতবাক,,,,।
মাত্র ৫৪ টাকায় ২ জিবি মেয়াদ ৩ দিন অফার টি নিতে ডায়াল করুন,,,,
হুম সুযোগ পাইছে জিপি অফার ও আমার ফিলিংস নিয়া খেলচতেছে,,তার থেকে মেসেজ দিলেই তো হয় "বিষ খা মরে যাহ" প্রছুর দুঃখ কষ্ট নিয়ে দুপুর ৩ টার দিকে ঘুমালাম।
বিকেল ৫টা ঘুম ভাংল ফোন হাতে নিয়ে দেখি মেসেজ আসছে,,ওয়ালাইকুম আসসালাম,ভালো আছি কে আপনি।
এইবার ঘুমের জন্য ওতোটা ফিলিংস কাজ করেনি।মেসেজ এর রিপ্লাই দিলাম আনেকটা ভয়ে ভয়ে।
আমি-আচেনা মানুষ হয়তো চিনেন,আবার চেনেন না।
রিপ্লাই আসল।
মিথিলা-আমি আচেনা মানুষের সাথে কথা বলিনা।
আমি-আচ্ছা তাহলে কি আমরা ফ্রেন্ড হতে পারি?
মিথিলা-আমার অনেক ফ্রেন্ড আছে আর কাওকে লাগবে না।
আমি-আচ্ছা তাহলে এতগুলো ফ্রেন্ডের মধ্যে খারাপ একটা ফ্রেন্ডের সাথে ব্রেকাপ করে আমার সাথে ফ্রেন্ডশিপ করে নিন।
মিথিলা-আপনি তো দেখছি অনেক স্বার্থপর আর মেসেজ করবেন না।
আমি-আসলে আমি কিন্তু আচেনা না।আমাকে তুমি কিছুটা চিনো আর আমি তোমাকে অনেক আগে থেকে চিনি।
মিথিলা- নাম কি আপনার বাসা কোথায়?
আমি-আমার বাসা বনপাড়া,আমার নাম জয় তুমি যে কলেজে পড় আমি ওই কলেজেই পড়ি ইন্টার সেকেন্ড ইয়ারে।
মিথিলা-আমি তো আপনাকে চিনিনা।আমাদের পাশেই আপনাদের বাসা নামও শুনিনাই।
আমি-আসলে আমি আমার নানুর বাসা থেকে এস,এস,সি পর্যন্ত পড়ছি তো তাই হয়তো চিনোনা।
মিথিলা-হুম হতে পারে আপনি আর ডিস্টার্ব করবেন না বাই।
-
আমি আর কোন মেসেজ দিলাম না আম্মু আসুস্থ থাকায় কলেজে যেতে পারলাম না।পরের দিন মেসেজ দিলাম।
-
আমি-কেমন আছো?
মিথিলা-আপনারা কি ভালো থাকতে দিচ্ছেন।
আমি-মানে কি হয়ছে আমরা ভালো থাকতে দিচ্ছিনা মানে কি?
মিথলা-হুম আজকে আপনাদের সেকেন্ড ইয়ারের একটা ছেলে নাম্বার চাইছে,আরও বলছে যদি রিলেশন না করি তাহলে নাকি প্রব্লেম করবে।
আমি-ছেলের নাম কি।
মিথিলা-আসিফ।
আমি-আচ্ছা দেখতেছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ।
-
আমি একদিন কলেজে যায়নি আর আমার পরী টাকে ডিস্টার্ব করে কার এতো সাহস মাথা গরম হয়ে গেল।
-
হ্যালো সাগর আমাদের ইয়ার এর কমার্স এর আশিক তোর ভাবি মিথিলাকে ডিস্টার্ব করছে একটু বোঝায় বলিস।
সাগর-আচ্ছা ঠিক আছে ওরে টাইট দিয়ে দিবো কিন্তু তুই তো প্রেম করছ না এই মিথিলা আবার আমার ভাবি হলো কিভাবে।
আমি-এইটাই হলো আমার সেই পরি।যাকে দুই বছর হলো বলতে পারিনি।
সাগর-আচ্ছা তুই টেনশন করিস না আমি দেখতেছি কালকে কলেজে যেয়ে।তুই কলেজে কবে আসবি?
আমি-আম্মু সুস্থ হলেই জাবো কলেজে।
সাগর-আচ্ছা ঠিক আছে ভালো থাকিস।
-
সাগর হলো আমার কলেজ লাইফের বেষ্ট ফ্রেন্ড আমরা কলেজে অনেক দুষ্টামি করি সবাই ভয় ও পাই আমাদের।
-
পরের দিন বিকেলে পরী কে মেসেজ দিলাম।
আমি-কেমন আছেন আজকেও কি বিরক্ত?
মিথিলা-আচ্ছা আপনি কি এমন করলেন ছেলেটা আমার কাছে এসে বলল ভুল হয়ে গেছে ক্ষমা করে দেন আপু?
আমি-তেমন কিছুনা বোঝানো হয়েছে।
মিথিলা-আপনি কি কলেজে আসছিলেন?
আমি-না ফ্রেন্ড কে বলে দিছিলাম তোমাকে ডিস্টার্ব করে আর আম্মু অসুস্থ তো তাই কলেজে যেতে পারছিনা।
মিথিলা-ও আচ্ছা ধন্যবাদ।
আমি-ফ্রেন্ড হতে পারি?
মিথিলা-আচ্ছা ঠিক আছে আপনাকে খুব একটা খারাপ মনে হয় না।
আমি-আচ্ছা আমরা কি তুমি করে বলতে পারি?
মিথিলা-আচ্ছা ঠিক আছে পরে কথা হবে।
আমি-আচ্ছা ভালো থেকো আল্লাহ হাফেজ।
-
ধিন তানা না না না নাহ মনের মধ্যে কিযে অনন্দ লাগছে খুশিতে পারমানেন্টলি পরীর ফ্রেন্ড হলাম।
-
রাত বাজে ১০ টা ঘুম আসতেছে না পরী কি ঘুমাইছে একটা মেসেজ দিবো?নাকি দিবোনা বিরক্ত হবে না তো না একটা মেসেজ দেই।
(কি করো)মেসেজ নট সেন্ড,হায় হায় মেসেজ তো নাই ফোনে টাকাও নাই কি করি।হুম মাসুদ মামাকে ফোন দেই আম্মুর ফোন দিয়ে।
হ্যলো হুম মামা আমি জয় আমার নাম্বারে ৫০ টাকা ফ্লেক্সিলোড দেন তো এখনি।
মাসুদ মামা-আচ্ছা দিতেছি।
-
তারপর মেসেজ কিনে মিথিলাকে মেসেজ দিলাম কি করো?
রিপ্লাই আসল সাথে সাথেই।
মিথিলা-এইতো খাবার খেয়ে শুয়ে পড়লাম আপনি কি করেন?
আমি-তুমি কিন্তু আপনিই বলছো?
মিথিলা-আচ্ছা তুমি কি করো?
আমি-এইতো শুয়ে আছি ঘুম আসছিল না তাই মেসেজ দিলাম।
মিথিলা-ও আচ্ছা তো আপনার গার্লফ্রেন্ড আবার কিছু মনে করবেনা তো আমার সাথে কথা বলছেন।
আমি-আমার কপালে গার্লফ্রেন্ড আমি সিংগেল পিওর সিংগেল।
মিথিলা-তাই নাকি কাওকে ভালোবাসেন না।
আমি-ভালোবাসিনা বলতে একজন কে অনেক পছন্দ করি ২ বছর হলো কিন্তূ বলতে পারিনি এখনো।
মিথিলা-ও তাই নাকি তারাতারি বলে দিবেন এতোদিন কেও দেরি করে?
আমি-হুম বলার সময় খুব তারাতারি আসতেছে বলে দিবো।
মিথিলা-আচ্ছা এখন ঘুমান আমিও ঘুমাবো গুড নাইট।
আমি-ওকে গূড নাইট।
-
আমার তো ঘুম আসতেছেনা পরী তোমাকে নিয়ে আমার কত স্বপ্ন তোমাকে এইবার বলেই দিবো আমার মনের না বলা কথা গুলো,আর পারতেছিনা তোমাকে না বলতে পারার কষ্ট আরো বেশি।ঘুমিয়ে পরি কালকে কলেজে যাবো।
-
পরের দিন কলেজে গেলাম যেয়ে দেখি,,,,,,,,
,
আপনাদের যদি ভালোলেগে থাকে অবশ্যই জানাতে ভুলবেন না,যদি ভালো না ও লেগে থাকে জানাবেন প্লিজ,লাইক কমেন্ট দিয়ে সাথে থাকবেন।আপনাদের ভালোলাগার গুরুত্ব দিয়েই পরবর্তী পর্ব নিয়ে হাজির হবো।
-
ধন্যবাদ।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url